বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই অনুষ্টানে ডেপুটি এটর্নি জেনারেল—- দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে
প্রবাসের প্রহর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২১, ১২:৩৮:০৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই অনুষ্টানে বক্তব্য রাখছেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম দাউদুর রহমান মিনা
ইউএই প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ,চেতনা ও মূল্যবোধকে দুবাইয়ে নতুন বাংলাদেশী প্রজম্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সভাপতি ডেপুটি এটর্নি জেনারেল একেএম দাউদুর রহমান মিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, গত ১১ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি।
গতকাল ২১ মার্চ রবিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কমিটি আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিসেস কাউসার নাজের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন আন্তর্জাতিক সম্পাদক ও ইউএই নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা ছাড়াও সংবর্ধনা দেয়া হয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ জাফর ইকবালকে। গতকাল সারজা বেরুনা রিসোর্স হোটেলে এই সংবর্ধনার আয়োজন হয়। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী আবু নাসের,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার এলিনা, উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ, দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাছির চৌধুরী, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জসিম মল্লিক,ইয়াছমিন ইসলাম মেরুনা
প্রমুখ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন সুমন, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নিশাত জাহান নিশু,রাস আল খাইমা সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক, আবুল ফজল বিকম, উপদেষ্টা ইব্রাহিম ওসমান, ইউএই সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, নুর আলম।