দুবাইতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
প্রবাসের প্রহর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২১, ২:৫৮:১০ অপরাহ্ন
দুবাই প্রতিনিধি
দুবাইতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যেআলোচনা সভার আয়োজন করা হয়েছে। কনস্যুলেট হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের সভাপতিত্বে
ফাস্ট সেক্রেটারি (শ্রম) ফকির মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম, শারজা ও দুবাই জনতা ব্যাংকের ম্যানেজার, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির, কমিউনিটি নেতা ইঞ্জি. আবু জাফর চৌ:, অধ্যাপক আব্দুস সবুর, প্রকৌশলী আবু নাসেরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলেটের কর্মকর্তারা।
অনুষ্ঠানে কনসাল জেনারেল ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা সোনার বাংলা পেয়েছি। তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারনেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশ-বিদেশে আজ বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। এই তাঁর পরিবারের যেইসবসদস্য এবং যারা দেশের জন্য প্রান দিয়েছেন তাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন কনসাল জেনারেল।
ডেপুটি কনসাল জেনারেল মো: সাহেদুল ইসলাম তাঁর বক্তব্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের শহীদদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে দেশের জন্য নিরন্তর কাজ করে যাবেন বলে জানান তিনি। দুবাই কনস্যুলেটে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বঙ্গবন্ধু কর্ণারের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানিয়েছেন ডেপুটি কনসাল জেনারেল। উল্লেখ্য, বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরীর পাশাশাশি বঙ্গবন্ধুর কর্ণারকে দৃষ্টিনন্দন করে সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডেপুটি কনসাল জেনারেল।
এর আগে কনস্যুলেটে নতুন বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই সময় কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান, ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ কম্যুনিটির সর্বস্তরের লোকজন। সবশেষে নিহত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।